| |
               

মূল পাতা জাতীয় সরকার ইসরাইলি আগ্রাসন বন্ধে এখনই পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা


ইসরাইলি আগ্রাসন বন্ধে এখনই পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা


রহমত নিউজ     26 August, 2025     12:12 PM    


ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে একশনে যাওয়ার এটাই সঠিক সময় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরাইলি সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধে এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার সময়।

সোমবার (২৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তৌহিদ হোসেন অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং ১৯৬৭ সালের সীমানা অনুসারে দুই রাষ্ট্র সমাধানের জন্য বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় রূপরেখা তৈরির আহ্বান জানান।

তিনি বলেন, ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামে বাংলাদেশের সমর্থন অবিচল থাকবে। ওআইসি বা মুসলিম উম্মাহ যে কোনো প্রস্তাব আনলে বাংলাদেশ সরকার ও জনগণ তা নিঃশর্তভাবে সমর্থন করবে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।

প্রসঙ্গত, ফিলিস্তিন ইস্যুতে জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দিতে রোববার সৌদি আরব সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার তিনি সভায় যোগ দেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।